শৈলকুপায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষ : পুলিশের গুলি বর্ষন, পুলিশ সহ আহত ৫
1 min readঝিনাইদহের শৈলকুপায় দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তার নিয়ে শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর বাজারে রবিবার সন্ধ্যা ৬টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ১৪ শর্টগানের গুলি ছোড়ে। এসময় ৩ পুলিশ সদস্যসহ ৫ জন আহত হয়েছে।
শৈলকুপা থানার ওসি তোজাম্মেল হক জানান, আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক চেয়ারম্যান মোক্তার আহমেদ মৃধা এবং বর্তমান ইউপি চেয়ারম্যান আমজাদ মোলার কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ১৪ রাউন্ড শর্ট গানের গুলি বর্ষণ করা হয়েছে বলে তিনি জানান।
সংঘর্ষে ৩ পুলিশ সদস্য সহ ৫ জন আহত হয়েছে।