শৈলকুপায় ধান-চাল সংগ্রহ অভিযান শুরু, লক্ষমাত্রা ১৮শ ১৫ মেট্রিকটন

শৈলকুপায় ধান-চাল সংগ্রহ অভিযান শুরু, লক্ষমাত্রা ১৮শ ১৫ মেট্রিকটন

ঝিনাইদহের শৈলকুপায় সরকারীভাবে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। চলতি মৌসুমে ১৮শ ১৫ মেট্রিকটন চাল আর ৩শ’৩ মেট্রিকটন ধান সংগ্রহের লক্ষমাত্রা ধরা হয়েছে। মঙ্গলবার সকালে ঝিনাইদহের শৈলকুপা আসনের সাংসদ জেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী আব্দুল হাই এ অভিযানের উদ্বোধন করেন।
এসময় উপজেলা চেয়ারম্যান শিকদার মোশারফ হোসেন সোনা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সরকার, ভাইস চেয়ারম্যান শামীম মোল্লা, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএম ইকবাল হোসেন, শৈলকুপা মিল মালিক সমিতির সভাপতি, সম্পাদক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।