Mon. Dec 23rd, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

শৈলকুপায় পেঁয়াজের দাম কমে ব্যবসায়ীদের মাথায় হাত

1 min read

ঝিনাইদহের শৈলকুপায় পেঁয়াজের দাম অর্ধেকেরও নিচে নেমে এসেছে। হঠাৎ দাম পড়ে যাওয়ায় হাজারো কৃষক পড়েছেন চরম বিপাকে। ব্যবসায়ীদের অভিযোগ, ভারত থেকে পেঁয়াজ আসায় এ ক্ষতি দেখা দিয়েছে।

সরেজমিনে শৈলকুপা, গাড়াগঞ্জ, ভাটই বাজার, আবাইপুর, কবিরপুর ও শেখপাড়া ঘুরে দেখা গেছে মৌসুমে ১০০০ থেকে ১৫০০ টাকা মণ বিক্রি হলেও বর্তমানে ৫০০ থেকে ৭০০ টাকা মণ বিক্রি হচ্ছে পেঁয়াজ। আর এতে চরম ক্ষতির মুখে পড়েছেন চাষিসহ ব্যবসায়ীগণ।

সোহেল আহমেদ নামে এক কৃষক জানান, ভরা মৌসুমে পেঁয়াজ বিক্রি না করে রেখে দেয়ায় এখন ৫০০ টাকা মণ দাম হচ্ছে, যা দিয়ে খরচ পর্যন্ত উঠাতে পারছি না। 

ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল হাকিম জানান, এ মৌসুমে তিনি ৭৫০ মণ পেঁয়াজ কিনেছেন। কিন্তু মণ প্রতি গড়ে ৭৫ শতাংশ ব্যবসায় ক্ষতি হচ্ছে। 

তবে কৃষি বিষয়ক কর্মকর্তা সঞ্জয় কুমার কুন্ডু জানান, শৈলকুপায় এ বছরে ৬ হাজার ১৩৫ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে যা গত বছরের চেয়ে ৬১৫ হেক্টর বেশি। ফলন ভাল হওয়ায় বর্তমানে চাহিদার চেয়ে যোগান বেশি হওয়াতেই এ অবস্থার সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *