শৈলকুপায় প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করার অপরাধে ৩ প্রতিষ্ঠানে জরিমানা
1 min readঝিনাইদহের শৈলকুপায় প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করার অপরাধে ৩ ব্যবসায় প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে এ রায় প্রদাণ করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউল করিম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন জানতে পারে শৈলকুপার বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবহার নিষিদ্ধ প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট মেজবাউল করিম এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।
সেসময় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামুলক ব্যবহার আইন ২০১০ ভঙ্গের অপরাধে শৈলকুপা শহরের ৩ টি প্রতিষ্ঠানে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।