শৈলকুপায় বনিক সমিতি নেতার ব্যাবসা প্রতিষ্ঠানে ককটেল বিষ্ফোরণ, আহত ১
1 min readঝিনাইদহের শৈলকুপায় বনিক সমিতির নেতার ব্যাবসা প্রতিষ্ঠানে ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। এতে স্বপন বিশ্বাস নামে ১জন আহত হয়েছে, তাকে শৈলকুপা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে। আজ শনিবার রাত ৮টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শহরের হাজি মার্কের্টের পাশে মটরসাইকেলে এসে একদল লোক কালাচাঁদ সাহার ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল হামলা করে। ককটেলটি প্রতিষ্ঠানের মধ্যে বিষ্ফোরিত হয়। এতে প্রতিষ্ঠানে থাকা স্বপন সাহা আহত হয়। কালাচাঁদ সাহা শৈলকুপা উপজেলা বনিক সমিতির উপদেষ্টা ।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোজাম্মেল হক জানান, দুর্বৃত্তরা কালাচাঁদ সাহার ব্যাবসা প্রতিষ্টানে ককটেল হামলা হয়েছে, কেন কারা এটি করছে তা খতিয়ে দেখা হচ্ছে।