শৈলকুপায় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর উপর সন্ত্রাসী হামলা, আহত ৫
1 min read
শৈলকুপায় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর উপর সন্ত্রাসী হামলা, আহত ৫

স্থানীয়রা জানায়, একদল সন্ত্রাসী লাঠিসোটা ও দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে অতর্কিতভাবে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী খলিলুর রহমানের ইটভাটায় হামলা চালায়। এসময় ভাটার মালিক মেয়র প্রার্থী খলিলুর রহমান ও তার ভাটা শ্রমিকরা দৌড়ে পালিয়ে গেলে তার ব্যবহৃত মটরসাইকেলটি ভেঙ্গে দুমড়ে-মুচড়ে দেয় । ওই সময় ভাটার আশপাশের লোকজন ছুটে এলে মহিলাসহ অন্তত ৫জনকে পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা। আহতরা হলো- ওমর আলী, কেড়ু, তরিকুল, ববিতা খাতুন ও ভাটার শ্রমিক হোসেন। এদের মধ্যো হোসেন কে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
বিএনপির সমর্থিত মেয়র প্রার্থী খলিলুর রহমান জানান, চতুরা গ্রামে তিনি বিশ্রাম নেওয়ার সময় আওয়ামীলীগের সন্ত্রাসী বাহীনি তার ইটভাটায় হামলা চালায়। এ সময় তার মটরসাইকেল চালকসহ ৫জন আহত হন। বিষয়টি তিনি উপজেলা রির্টানিং অফিসারকে জানিয়েছেন । তিনি আরো জানান, এ বিষয়ে তিনি রোববার সন্ধ্যায় ঝিনাইদহ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত ঘটনা জাতির সামনে প্রকাশ করবেন।
শৈলকুপা উপজেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ দিদারুল আলম জানান, হামলার অভিযোগে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোজাম্মেল হক জানান, বিএনপির মেয়র প্রার্থী চতুড়া গ্রামে তার ইট ভাটায় অবস্থান করছিলেন, এসময় কিছু লোক হামলা করে, তবে বড় ধরনের কিছু ঘটেনি।
দেশটা রসাতলে গেল ।আরও যে কত কি দেখব ভাই,জানিনা বাংলাদেশ থেকে কবে এগুলা বন্ধ হবে ।