শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু
1 min readঝিনাইদহের শৈলকুপা উপজেলার আগুনিয়াপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে রাজু আহম্মেদ (৩৫) নামের এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২ টার দিকে তার মৃত্যু হয়। রাজু আহম্মেদ শৈলকুপা উপজেলার হাসনাপিটা গ্রামের ফরিদ বিশ্বাসের ছেলে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, বুধবার দুপুর ১২ টার দিকে শৈলকুপার আগুনিয়াপাড়া গ্রামের একটি নির্মাণাধীন ভবনে রাজু আহম্মেদ কাজ করছিল। সেসময় বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।