শৈলকুপায় যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার
1 min readঝিনাইদহ শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের শ্মশান এলাকার ব্রিজের নিচ থেকে এক যুবকের মস্তক বিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে আনুমানিক ৪০ বছর বয়সী ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, সকালে স্থানীয়রা ব্রিজের নিচে কুমার নদীতে মস্তক বিহীন একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে শৈলকুপা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।অন্য কোথায় তাকে হত্যা করে দুর্বৃত্তরা লাশটি ওই স্থানে ফেলে যায় বলে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।