শৈলকুপায় রাস্তার সরকারি গাছ কর্তন, আটক-১
1 min readঝিনাইদহের শৈলকুপায় রাস্তার সরকারি গাছ কর্তন করেছে দুবৃর্ত্তরা। এ ঘটনায় পুলিশ রবিউল ইসলাম ওরফে গাছ খেকো শান্তি (৫০) নামে একজনকে আটক করেছে। আটককৃত শান্তি মন্ডল গোলকনগর গ্রামের আব্দুর রাজ্জাক মন্ডলের ছেলে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চর-পরমআনন্দনগর গ্রামে।
আটককৃত শান্তিসহ ৫ জনের বিরুদ্ধে শৈলকুপা উপজেলা বণ বিভাগ কর্মকর্তা খায়রুল আলম বাদী হয়ে শৈলকুপা থানায় একটি মামলা দায়ের করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক ব্যক্তি জানান, রবিউল ইসলাম শান্তি নিজেকে মির্জাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানের ভাতিজা পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবৎ এলাকার সরকারি গাছ চুরিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত রয়েছেন। এলাকার সাধারণ লোকজন তাকে গাছ খেকো শান্তি বলে জানেন।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোজাম্মেল হক জানান, একদল দুর্বৃত্তরা রাতে সরকারি রাস্তার গাছ কর্তন করছে এমন সংবাদের ভিত্তিতে রামচন্দ্রপুর ক্যাম্প ইনচার্জ এস,আই অজয় কুমার কুন্ডু সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এসময় এক জনকে হাতে নাতে আটক করতে সক্ষম হলেও বাকীরা পালিয়ে যায়।