Sun. Dec 22nd, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

সংস্কারের দাবীতে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক অবরোধ

1 min read
সংস্কারের দাবীতে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক অবরোধ

সংস্কারের দাবীতে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক অবরোধ

সংস্কারের দাবীতে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক অবরোধ
সংস্কারের দাবীতে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক অবরোধ

সংস্কারের দাবীতে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ডাকবাংলা বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। আজ সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ১ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে তারা।

এলাকাবাসী জানায়, ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের উত্তর নারায়ণপুর থেকে বৈডাঙ্গা বাজার পর্যন্ত ১ কিলোমিটার রাস্তা দেড় বছর পার হয়ে গেলে মেরামত করা হয়নি। ২০১৫ সালের এপ্রিল মাসের প্রথম দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের নতুন রাস্তা নির্মাণের কাজ শুরু হয়। দীর্ঘ দেড় বছরে ওই মহাসড়কের কিছু অংশ কাজ করা হলেও ওই ২ কিলোমিটার রাস্তার এখনও মেরামত করা হয়নি।

রাস্তার উপর সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। পুরাতন সেই রাস্তা ভাঙ্গা দিয়েই ভরাট করে যাতায়াত করা হচ্ছে। যে কারণে প্রতিনিয়ত সেখানে ঘটছে দুর্ঘটনা। দ্রুত এ সড়ক সংস্কার করার দাবীতে অবরোধ করে এলাকাবাসী।

১ ঘন্টা সড়ক অবরোধের পর সড়ক সংস্কার করা হবে পুলিশের এমন আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *