Mon. Dec 23rd, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ

1 min read
সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ

সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ

সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ
সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ

সোমবার রাতে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর গ্রামের সনাতন ধর্মাবলম্বী ছয় সদস্যের একটি পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ধর্মান্তরের পর তাদের নাম হয়েছে পরিবারপ্রধান ওসমান গনি (আনন্দ সরকার), রাবেয়া বসরী (দিপালিরানি), ছেলে ওলিউল্লাহ, সুমন, রানা এবং ওমর আলী।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে থেকে আনন্দ সরকার সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করার ঘোষণা দেন। স্থানীয় বিভিন্ন লোকের কাছে সহযোগিতা চেয়েও তারা এ বিষয়ে কোনো সহযোগিতা পাননি। পরে তারা হাটফাজিলপুর মানব কল্যাণ দাতা সংস্থার সদস্যদের শরণাপন্ন হন।

তখন সংস্থার সদস্যরা স্থানীয় চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাসকে বিষয়টি অবগত করেন। তিনি এই সংস্থার সদস্যদের ওপর সমস্ত দায়িত্ব অর্পণ করেন। সংস্থাটির সদস্যরা আনন্দ সরকারকে সপরিবারে গত ১৬ এপ্রিল ঝিনাইদহের নোটারি পাবলিকের কার্যালয়ে নিয়ে যান। সেখানে তারা এফিডেভিটের মাধ্যমে সনাতন ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

পরিবারটি গ্রামে পৌঁছুলে সেখানে বহু মানুষের সমাগম হয়। স্থানীয় চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাস মানবকল্যাণ সংস্থার সদস্য নিয়ে হাটফাজিলপুর বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. ইদ্রিস আলীকে দিয়ে তওবা ও কলেমা পাঠ করিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করান ওই ছয়জনকে।

এ সময় স্থানীয়দের সহযোগিতায় মানবকল্যাণ সংস্থার সদস্যদের মাধ্যমে নও মুসলিম ওসমান গনির পরিবারের সদস্যদের পানজাবি, পায়জামা, বোরকা, টুপি, তজবিহ, কুরআন ও চাল-ডালসহ পরিবারের সমস্ত আসবাবপত্র কিনে দেওয়া হয় বলে সংস্থাটির সভাপতি আব্দুর রাজ্জাক মোল্ল্যা জানান।

এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাস বলেন, ‘আমার উপস্থিতিতেই তারা সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করে। তখন আমি প্রায় তিন মণ মিষ্টি উৎসুক জনতার মাঝে বিতরণ করি।’ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *