সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
1 min readঢাকাসহ সারাদেশে সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেফতার, নির্যাতন ও বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ প্রেসক্লাবের আয়োজনে এ কর্মসুচি পালিত হয়। ঘন্টাব্যাপি এ মানববন্ধনে ঝিনাইদহ প্রেসক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় শহরের পোষ্ট অফিস মোড়ে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারন সম্পাদক নিজাম জোয়ারদার বাবলুসহ জেলার কর্মরত সকল সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন,ঢাকাসহ সারাদেশে সাংবাদিকদের উপর হামলা চালানো হচ্ছে। এখন পর্যন্ত হামলাকারীদের চিন্থিত করে গ্রেফতার করা হয়নি। সাংবাদিকেরা সমাজের মানুষের জন্য কাজ করে চলেছেন। এভাবে সাংবাদিকদের উপর হামলা চলতে থাকলে দেশের সাংবাদিক সমাজ কলম ক্যামেরা ফেলে রাজপথে বিক্ষোভ আন্দোলন করতে থাকবে। সে কারনে অবিলম্বে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।