সাংবাদিকদের সাথে সনাকের সমন্বয় সভা
1 min readসচেতন নাগরিক কমিটি (সনাক) এর ঝিনাইদহ কার্যালয়ে সাংবাদিকদের সাথে দুর্নীতি বিরোধী এক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত উক্ত আলোচনায় বক্তারা জেলার বিভিন্ন অসংগতি তুলে ধরেন এবং সেগুলো থেকে পরিত্রানের উপায় নিয়ে মতামত প্রদান করেন। মতবিনিময় সভায় বক্তারা প্রাথমিক শিক্ষা, হাসপাতালের সেবা ও ঝিনাইদহ পৌরসভার অর্জিত ফলাফল নিয়ে মুক্ত আলোচনা করেন।
সাংবাদিকরা বলেন, আজকের সমাজে সনাকের দুর্নীতি বিরোধী কার্যক্রম সাগর থেকে পানি সেচার সমতুল্য হলেও তাদের এই উদ্যোগ কিছুটা হলেও আশার প্রতিফলন ঘটিয়েছে। দুর্নীতি রোধের জন্য অধিক হারে জনসচেতনতা বাড়নোর কথা বলেন বক্তারা।
আলোচনা সভায় সনাকের সহ-সভাপতি মো: সায়েদুল আলম, সুরাইয়া পারভনি মলি, এন এম শাহজালাল, সনাক সদস্য ও সিনিয়র সাংবাদিক এম সাইফুল মাবুদ, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক নিজাম জোয়ারদার বাবলু, ইত্তেফাকের বিমল সাহা, সাবেক অধ্যক্ষ ও মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, নিউএজ পত্রিকার দেলোয়ার কবীর, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি মাহমুদ হাসান টিপু প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় সাংবাদিকরা বলেন, পিটিআই প্রাইমারি স্কুলে ভর্তির জন্য ৮/৯’শ টাকা লাগে, হাসপাতালে বিনামুল্যের দামী ওষুধ সরবরাহ করা হয়না ও অপারেশনের জন্য ক্লিনিকে রোগী পাঠানো হয়। এগুলো বন্ধ করতে হবে।