সাকিব আল হাসান আর রেকর্ড যেন আপন ভাই-বোন
1 min readসাকিব আল হাসান আর রেকর্ড যেন আপন ভাই-বোন। এ বাঁধন কখনো ছেড়ার নয়। এ কথার মানে সাকিব মাঠে নামবেন আর রেকর্ড হবেনা সেটা যেন বেমানান। সাকিব মানেই রেকর্ডের ছড়াছড়ি। বাংলাদেশের ক্রিকেটের ‘পোস্টার বয়’ অজিদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে অনন্য এক রেকর্ডের মালিক হলেন। ৫ উইকেট নিয়ে অজিদের গুঁড়িয়ে দিয়ে টেস্ট খেলুড়ে ৯টি দেশের বিপক্ষে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন বিশ্বসেরা অল-রাউন্ডার।
বর্তমানে টেস্ট খেলুড়ে দল ১২টি হলেও আফগানিস্তান আর আয়ারল্যান্ড এখনো কোনো টেস্ট ম্যাচ খেলেনি। তাই বাকী ৯ দলের বিপক্ষে ৫ উইকেটের অনন্য রেকর্ড হলো সাকিবের। বলা বাহুল্য যে, ১০ বছরের ক্যারিয়ারে এই প্রথমবার অজিদের বিপক্ষে টেস্ট খেলতে নামলেন সাকিব। প্রথম সুযোগেই বাজিমাত করতে ভুললেন না তিনি।
টেস্ট খেলুড়ে সবকটি দেশের বিপক্ষে এখন পর্যন্ত ৫ উইকেট নিয়েছেন মাত্র ৪ জন। নামগুলো শুনবেন? শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন, প্রোটিয়া পেসার ডেল স্টেইন, শ্রীলঙ্কার স্পিন তারকা রঙ্গনা হেরাথ এবং বাংলাদেশের সাকিব আল হাসান। প্রথম তিনজনের পাশে সাকিবের নাম বসতে দেরি হওয়ার একটাই কারণ; সেটা হলো গত ১১ বছরে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে কোনো টেস্ট ম্যাচ হয়নি।