May 12, 2025

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ…!

সানি লিওনকে এক গানের জন্য ৪০ লাখ রুপি

সানি লিওনকে এক গানের জন্য ৪০ লাখ রুপি

সানি লিওনকে এক গানের জন্য ৪০ লাখ রুপি
সানি লিওনকে এক গানের জন্য ৪০ লাখ রুপি

অনেক বছর আগে ‘খলনায়ক’ ছবিতে ‘চোলি কে পিছে কেয়া হ্যায়’ গানে নীনা গুপ্তার সঙ্গে মাধুরী দীক্ষিতের সম্মিলিত নাচ সারাভারতে উন্মাদনা সৃষ্টি করে। এবার সানি লিওনের ‘ডংরি কা রাজা’র মাধ্যমে যেন এর পুনরাবৃত্তি হলো। নতুন আইটেম গানটির শিরোনাম ‘ব্লকবাস্টার চোলি’। জানা গেছে, এতে অংশ নেওয়ার জন্য সানি লিওনকে ৪০ লাখ রুপি দিয়েছেন নির্মাতারা। সেন্সর বোর্ডে জমা দেওয়ার ক্ষেত্রে এ গানের একটি দৃশ্যও কাটতে চাননি তারা।

একটি সূত্র জানিয়েছে, সানি লিওনের ‘ব্লকবাস্টার চোলি’ নিজেদের ছবির লক্ষণীয় বিষয় উল্লেখ করে এতে কাঁচি না চালানোর জন্য সেন্সর বোর্ডকে অনুরোধ জানিয়েছেন নির্মাতারা। তাদের কথা রেখেছে সেন্সর বোর্ড। ফলে কোনো কাটছাট ছাড়াই ‘এ’ সনদসহ ছাড়পত্র পেলো ‘ডংরি কা রাজা’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *