সিরিয়া উপকূলে আবারও ক্ষেপণাস্ত্র মোতায়েন
1 min readমিসাইল ক্রুজার মস্কভার পর, এবার সিরিয়া উপকূলে নতুন করে আরও ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া। শনিবার আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, সিরিয়ার উপকূলে নতুন করে এস-৪০০ নামের ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া। এটি মিসাইল ক্রুজার মস্কভার সঙ্গে, দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সহযোগিতা করবে।
তুরস্কের যুদ্ধবিমানের গুলিতে রুশ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর, গত ২৫ নভেম্বর সীমান্ত এলাকায় প্রথম বারের মতো মস্কভা নামের ক্ষেপণাস্ত্র মোতায়েন করে মস্কো। এরপর বৃহস্পতিবার মোতায়েন করা হলো এস-৪০০ নামের ওই শক্তিশালী ক্ষেপণাস্ত্র।
আইএস জঙ্গি দমনে সিরিয়ার কয়েকটি অঞ্চলে গত মাস থেকে বিমান হামলা চালিয়ে আসছে রাশিয়া। তবে সম্প্রতি তুর্কি সীমান্তে রুশ বিমান ভূপাতিতের ঘটনা নিয়ে, রাশিয়া ও তুরস্কের মধ্যে সম্পর্কের টানাপোড়েন দেখা দিয়েছে।