সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশী নিহত
1 min readঝিনাইদহের মহেশপুরে বাঘাডাঙ্গা ভারতীয় সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে জসিম মন্ডল (৩৫) নামের এক বাংলাদেশী নিহত হয়েছে। নিহত জসিম মন্ডল চুয়াডাঙ্গা জেলার দর্শনার বাসিন্দা। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটেছে।
বিজিবি ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে:কর্নেল তাজুল ইসলাম জানান, তারা জানতে পেরেছেন বাঘাডাঙ্গা সীমান্তে ভারতের অভ্যন্তরে জসিম মন্ডল নামের এক বাংলাদেশীকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। তার মৃতদেহ বর্তমানে ভারতের হাসখালি থানায় রয়েছে। তবে তাদের টহলদল খোজ খবর নিচ্ছেন। তিনি জানান, তার মৃতদেহ ফেরত পেতে ও কড়া প্রতিবাদ জানিয়ে চিঠি পাঠানো হবে।
খালিদ হাসান