সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগীতার পুরস্কার বিতরণ
1 min readঝিনাইদহে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগীতা ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ মার্চ) বিকাল ৫টায় ঝিনাইদহ শিশু একাডেমি অডিটরিয়ামে প্রতিযোগীতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ মাহবুব আলম তালুকদার।
ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন জেলা সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগীতার সদস্য সচিব ও জেলা শিক্ষা অফিসার মোঃ মোকছেদুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রতিযোগীতার সমন্বয়কারী জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোজাফ্ফর হোসেন পলাশ। এছাড়া উপস্থিত ছিলেন, প্রতিযোগীতার বিচারক সহকারী পরিদর্শক আলমগীর কবির ও কালীগঞ্জ হাটবারোবাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক একেএম ফয়সানুল কবির।
এবছর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে চুড়ান্ত পর্বে ৭২ জন শিক্ষার্থী প্রতিযোগীতায় অংশ গ্রহন করে। এরমধ্যে ভাষা ও সাহিত্য, দৈনন্দিন বিজ্ঞান, গণিত ও কম্পিউটার এবং বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ সহ চারটি বিষয়ে ১২ জন শিক্ষার্থী চুড়ান্ত ভাবে নির্বাচিত হয়। আগামি ২৮ মার্চ খুলনার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।
তারেক মাহমুদ