স্বল্পোন্নত দেশ হতে উন্নয়ণশীল দেশে বাংলাদেশের উত্তরণ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
1 min readঝিনাইদহ জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়ণশীল দেশে বাংলাদেশের উত্তরণ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়। ঝিনাইদহ জেলা তথ্য অফিসার মোঃ আবুবকর সিদ্দীক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ নবাগত জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। সে সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক বাকাহীদ হোসেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক নিজাম জোয়ার্দার বাবলুসহ সাংবাদিক বৃন্দ। সে সময় ঝিনাইদহে কর্মরত সাংবাদিকদের সাথে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে বাংলাদেশের উত্তরনের এই আনান্দঘন ও উন্নয়নের অসামান্য অর্জনের বিষয়টি সম্পর্কে অবহিত করা উপলক্ষে সংবাদকর্মীদের নিয়ে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন।