স্বাগতম মহান বিজয়ের মাস ডিসেম্বর
1 min readবাঙালির ইতিহাসে বছরের প্রতিটি মাসই কোন না কোন কারণে স্মরণীয়-বরণীয়। এর মধ্যে ডিসেম্বর স্মরণীয় মহান মুক্তিযুদ্ধে বিজয়ের জন্যে। তাই প্রতি বছর এ মাসটিকে এ জাতি পরম ভালবাসায় বরণ করে।এবারও যথারীতি বরণডালা সাজিয়ে নিয়েছে।
ডিসেম্বরের প্রথম দিন জাতি বিজয়ের মাসটিকে বরণ করে। স্মরণ করে সেই বীর বাঙালি সন্তানদের যারা দেশমাতৃকার পরাধীনতার শৃঙ্খল ভাঙ্গতে অকাতরে জীবন উৎসর্গ করে গেছেন।
এই দিনে জাতি এবারও শহীদমিনারে-স্মৃতিসৌধে-প্রতিকৃতিতে হৃদয় নিঙড়ানো শ্রদ্ধা ও ভালবাসা নিবেদন করবে বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ত্রিশলাখ শহীদের প্রতি। প্রাণ উজাড় করা সম্মান নিবেদন করবে লাল সবুজের পতাকা হাতে মায়ের কোলে ফিরে আসা বীর মুক্তিযোদ্ধাদের প্রতি।
অন্যদিকে ঘৃণার থু থু নিক্ষেপ করবে সেই কুলাঙ্গারদের প্রতি, যারা সবসময়ই এই দেশ-এই জাতির সকল অর্জনের বিরুদ্ধে ছিল এবং আছে।
নতুন প্রত্যয়ে আবারও ডিসেম্বরের ফিরে আসা। স্বাগতম বিজয়ের মাস। এভাবে বার বার অাসো-বাঙালি চেতনাকে শাণিত করো। জাতিকে মহান মুক্তিযুদ্ধের অভীষ্ঠ লক্ষ্যের পানে নিয়ে যাও।