স্বেচ্ছাসেবক লীগ নেতা ফিরোজ হত্যার মুল পরিকল্পনাকারী ও তার সহযোগী অস্ত্র ও মাদক সহ গ্রেফতার
1 min readঝিনাইদহে শহরের আরাপপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ফিরোজ আহমেদ হত্যার মুল পরিকল্পনাকারী সাইফুল ইসলাম ও তার সহযোগী বাপ্পীকে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। আজ বিকেলে সদর উপজেলার ঝিনুকমালা আবাসন প্রকল্প এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গোয়েন্দা পুলিশের ওসি দাউদ হোসেন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ৭’শ ৫০ পিচ ইয়াবা।
উল্যেখ্য, গত ৬ আগস্ট দুপুর দেড়টার সময় পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা ফিরোজ আহমেদকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পিতা আনসার আলী বাদী হয়ে ৮ জনকে আসামী করে ঝিনাইদহ থানায় একটি মামলা দায়ের। সাইফুল এ হত্যার মুল পরিকল্পনাকারী বলে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী প্রদাণ করে গ্রেফতারকৃত অন্য আসামী শিমুল হোসেন।