হরিণাকুণ্ডুতে কবর খুঁড়ে কঙ্কাল চুরি
1 min readঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার গাজীপুর ও আন্দুলিয়া গ্রাম থেকে ছয়টি কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে শনিবার (৩০ জুলাই) দুপুরে হরিণাকুণ্ডু থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে কবরগুলো শনাক্ত করে।
১৩ জুলাই গাজীপুর গ্রামের রমজান আলী ব্যাপারীর কবর খুঁড়ে প্রথম কঙ্কাল চুরি করে দুর্বৃত্তরা। ছেলে হামিদুল ইসলাম হামিদ জানান, তার বাবার কবর থেকে কে বা করা কংকাল চুরি করে নিয়ে যায়।
মৃত ইদ্রিস আলীর ছেলে শাহাজান আলী বাচ্চু বলেন, ২৮ জুলাই সকালে প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারি আমার বাবার কবর খুঁড়ে কে বা কারা কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। পরে কবরের কাছে গিয়ে ঘটনার সত্যতা জানতে পারি।
বদর উদ্দিন বুদোর পুত্রবধূ সাগরীকা বলেন, আমার শ্বশুর এক বছর আগে স্বাভাবিক ভাবে মারা যায়। এরপর পারিবারিক ভাবে তার দাফন সম্পন্ন হয়। হঠাৎ ১০/১২ দিন আগে দেখতে পাই কবর খুঁড়ে আমার শ্বশুরের হাড়-হাড্ডি কে বা কারা নিয়ে গেছে। আমরা এখন ভয়ে রাত কাটাচ্ছি।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, কবর খুঁড়ে কঙ্কাল চুরি হয়েছে এমন একটি খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে বিষয়টি জানানো যাবে।