Sun. Dec 22nd, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

হরিণাকুন্ডতে বৃষ্টি ও প্রচন্ড ঝড়ে পান চাষীদেও মাথায় হাত, কয়েক লক্ষ টাকার ফসলের ক্ষতি

1 min read
হরিণাকুন্ডতে বৃষ্টি ও প্রচন্ড ঝড়ে পান চাষীদেও মাথায় হাত, কয়েক লক্ষ টাকার ফসলের ক্ষতি

হরিণাকুন্ডতে বৃষ্টি ও প্রচন্ড ঝড়ে পান চাষীদেও মাথায় হাত, কয়েক লক্ষ টাকার ফসলের ক্ষতি

হরিণাকুন্ডতে বৃষ্টি ও প্রচন্ড ঝড়ে পান চাষীদেও মাথায় হাত, কয়েক লক্ষ টাকার ফসলের ক্ষতি
হরিণাকুন্ডতে বৃষ্টি ও প্রচন্ড ঝড়ে পান চাষীদেও মাথায় হাত, কয়েক লক্ষ টাকার ফসলের ক্ষতি

নিম্নোচাপের ফলে গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিপাতে ঝিনাইদহের হরিনাকুন্ডতে পান চাষীদের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।

উপজেলার পৌরসভাধীন চটকাবাড়ীয়া গ্রামের পান চাষী আজিজুর রহমান জানান, তিনি বিগত ১৫/২০ বছর ধরে প্রায় ১ লক্ষ টাকার বিনিময়ে লিজ চটকাবাড়ীয়া মাঠে পান চাষ করে আসছেন। অবিরাম বৃষ্টির কারণে সম্পূর্ণ পান বরজটি ভেঙ্গে পড়ে যায়। যার ফলে তার প্রায় ৫/৬ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে তিনি জানান।

অন্যান্য পান চাষীরা জানান, হরিণাকুন্ড উপজেলাটি পান চাষের জন্য সারা দেশে বিক্ষাত। গত কয়েকদিতনের বৃষ্টিতে প্রায় সকল পান চাষীদের কিছু না কিছু ক্ষতি হয়েছে। তাই চাষীরা আজ দিশেহারা হয়ে পড়েছেন। তারা সরকারের সহযোগীতার কামনা করেন।

এ ব্যাপারে ঝিনাইদহ জেলা কৃষি কর্মকর্তা শাহ মোঃ আকরামূল হক জানান, বৃষ্টিপাত যেমন প্রয়োজন ঠিক তেমনি অতিরিক্ত হলেও এর ক্ষতি আছে। আমরা ক্ষতির পরিমাণ নিরুপণ করার চেষ্টা করছি। পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *