ট্রাকটর ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত
1 min readঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার নারায়ণকান্দী ব্রীজের উপর মোটর সাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছে। সোমবার দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দুই যুবকের নাম মখলেচ উদ্দীন (৩০) ও রিগ্যান আলী (৩০) বলে প্রত্যক্ষ দর্শী আলম সাধু চালক শামসুল জানান। নিহত মখলেচ ও রিগ্যানের বাড়ী পার্শ্ববতী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ঘোষবিলা ও পাঁচলিয়া গ্রামে। নিহতরা দুজনই ইলেকটিশিয়ান বলে প্রত্যক্ষ দর্শী শামসুল ইসলাম জানান। হরিণাকুন্ডু থানার ওসি কাজী আইয়ুবুর রহমান জানান, সোমবার দুপুরে মোটর সাইকেল আরোহী দু যুবক উপজেলার নারায়ণকান্দী-হরিণাকুন্ডু সড়ক দিয়ে উপজেলা শহরে আসার সময় নারায়ণকান্দী ব্রীজের উপর ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয়। তাদের বুকের উপর দিয়ে ট্রাক্টর চাপা দেওয়ায় তারা ঘটনাস্থলেই নিহত হয়। এছাড়াও তারা মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়। এ সংবাদ লেখার সময় নিহতদের পারিবারিক পরিচয় পাওয়া না গেলেও তারা দুজনই পেশায় ইলেকট্রিশিয়ান ও তাদের নাম মখলেচ ও রিগ্যান বলে প্রত্যক্ষ দর্শী তার সহকর্মী শামসুল ইসলাম জানান। নিহতদের লাশ ঝিানাইদহ সদর হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে ওসি জানান।