হরিণাকুন্ডুতে পরিত্যাক্ত অবস্থায় একটি দেশীয় শার্টারগান উদ্ধার
1 min readঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কেষ্টপুর গ্রাম থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি দেশীয় তৈরী শার্টারগান উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে চরমপন্থী সন্ত্রাসী মইনুদ্দিনের বাড়ির খড়ের গাদা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয় বলে হরিণাকুন্ডু থানার পুলিশ পরিদর্শক মাহাতাব উদ্দিন জানান।
উল্লেখ্য, নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠনের আঞ্চলিক নেতা মইনুদ্দিন ওরফে বোমা মইনুদ্দিনের গলাকাটা লাশ গত ০৭/০১/২০১৭ তারিখে পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার ডিঙ্গাদহ এলাকা থেকে উদ্ধার করে পুলিশ।
মইনুদ্দিনের নামে হরিণাকুন্ডু থানায় একটি হত্যা ও একটি বিষ্ফোরক দ্রব্য আইনের মামলাসহ পার্শ্ববর্তী কয়েকটি জেলায় বেশ কয়েকটি মামলা আছে বলে পুলিশ পরিদর্শক মাহাতাব উদ্দিন জানান। উদ্ধারকৃত দেশীয় তৈরী শার্টারগানটি নিহত চরমপন্থী সন্ত্রাসী মইনুদ্দিন লুকিয়ে রেখেছিল বলেও তিনি জানান।