হরিণাকুন্ডুতে বিভিন্ন ক্লিনিকে ভ্রাম্যামান আদালতের জরিমানা
1 min readঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার বিভিন্ন ক্লিনিক ও ডাইগোনষ্টিক সেন্টারে ভ্রাম্যামান আদালত পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন।
তিনি গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার হাসপাতাল মোড়ে অবস্থিত শিখা প্রাইভেট হাসাপাতাল এ- ডাইগোনষ্টিক সেন্টার, আনোয়ারা প্রাইভেট হাসাপাতাল এ- ডাইগোনষ্টিক সেন্টার, ভাই ভাই প্রাইভেট হাসাপাতাল এ- ডাইগোনষ্টিক সেন্টার, রেসিডো প্রাইভেট হাসাপাতাল ও শতাব্দী ডাইগোনষ্টিক সেন্টারে ভ্রাম্যামান আদালত পরিচালনা করেন। এ সময় তিনি এ সব প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় জনবল না থাকা ও বিভিন্ন অপরাধে মেডিকেল প্রাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রন) অধ্যাদেশ ১৯৮২ অনুযায়ী বিভিন্ন পরিমানে জরিমানা আদায় করেন।