Sun. Dec 22nd, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

হরিণাকুন্ডুতে স্কুল ছাত্রীকে শ্লিলতাহানীর অভিযোগে শিক্ষক গ্রেফতার

1 min read
হরিণাকুন্ডুতে স্কুল ছাত্রীকে শ্লিলতাহানীর অভিযোগে শিক্ষক গ্রেফতার

হরিণাকুন্ডুতে স্কুল ছাত্রীকে শ্লিলতাহানীর অভিযোগে শিক্ষক গ্রেফতার

হরিণাকুন্ডুতে স্কুল ছাত্রীকে শ্লিলতাহানীর অভিযোগে শিক্ষক গ্রেফতার
হরিণাকুন্ডুতে স্কুল ছাত্রীকে শ্লিলতাহানীর অভিযোগে শিক্ষক গ্রেফতার

স্কুল ছাত্রীদের বিভিন্ন সময় শ্লিলতাহানীর ঘটনায় ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার হরিয়ারঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নামের নরপশু গোলাম কিবরিয়া (৫৮) কে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়ার হাতিয়া আবদালপুর গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি একই গ্রামের দরগাপাড়ার আব্দুল জব্বারের ছেলে। এ ঘটনায় হরিয়ারঘাট গ্রামের ঐ শিক্ষার্থীদের একজন অভিভাবক নজরুল ইসলাম বাদী হয়ে হরিণাকুন্ডু থানায় একটি মামলা করেছেন। হরিণাকুন্ডু থানার ওসি কে এম শওকত আলী জানান, হরিয়ারঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গোলাম কিবরিয়া চতুর্থ শ্রেনীর চার শিশু শিক্ষার্থীকে প্রায়ই স্কুলের দ্বিতল ভবনের ছাদে নিয়ে শরীরের বিভিন্ন স্থানে হাত দিত। লম্পট ওই শিক্ষক ছাত্রীদের আপত্তিকর স্থানে হাত দিত বলে ঐ ছাত্রীরা জানায়। ছাত্রীরা এ সময় প্রতিবাদ করার চেষ্টা করলে মারধরের হুমকী দিত। ঘটনাটি শনিবার সন্ধ্যার দিকে নির্যাতিত ওই শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের জানালে ছাত্রীদের নিয়ে অভিভাবকরা হরিণাকুন্ডু থানায় উপস্থিত হয় এবং মামলা দায়ের করে। পুলিশ অভিযোগ পেয়ে শনিবার রাত সাড়ে ৯টার দিকে অভিযুক্ত ওই শিক্ষককে গ্রেফতার করে। এলাকাবাসি জানায়, শিক্ষক গোলাম কিবরিয়াকে ইতিপুর্বে স্কুল কমিটি এমন অভিযোগ পেয়ে ৭ বার সতর্ক করে নোটিশ দেন। কিন্তু তারপরও তিনি এমন কাজ থেকে বিরত হননি।
এ ব্যাপারে শনিবার রাতে নির্যাতিত ঐ ছাত্রীরা হরিণাকু-ু থানার ওসি-র কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম ও উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রহমানের সামনেই তাদের উপর লম্পট ঐ শিক্ষকের বিভিন্ন কূ কর্মের বর্ণনা করতে থাকে। নির্যাতিত ঐ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ চরিত্রহীন ও লম্পট ঐ শিক্ষকের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেছেন। এ ঘটনায় শনিবার রাতেই হরিণাকু-ু থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে কোমলমতি ঐ ছাত্রীদের শীলতাহানীর অপরাধে একটি মামলা দায়ের হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *