হরিণাকুন্ডু জামায়াতের আমির আটক
1 min readঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা জামায়াতের আমির মাওলানা আলাউদ্দিন (৫২) কে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর ২টার দিকে সদর উপজেলার ট্ববাজার এলাকা থেকে তাকে আটক করে সদর থানা পুলিশ। নাশকতার অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ট্ববাজারে অভিযান পরিচালনা করে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে থানায় নাশকতা সৃষ্টি মামলা রয়েছে।