হরিণাকুন্ডু তথ্য অধিকার বিষয়ক জন অবহিতকরণ সভা অনুষ্ঠিত”
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জন অবহিতকরণ সভা রবিবার সকাল ১০ টায় স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনের পরিচালক (প্রশাসন) ও যুগ্ম সচিব মুহিবুল হোসেইন। সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এম.এ মজিদ, সরকারী লালন শাহ কলেজের অধ্যক্ষ আতিয়ার রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিনা খাতুন, প্রাাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার, কৃষি কর্মকর্তা আরশেদ আলী চৌধুরী সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্দ, কলেজ, মাদ্রাসা, মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান, মিডিয়া কর্মী ও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধী বৃন্দ উপস্থিত ছিলেন।