হরিণাকুন্ডে ৩৫ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক
1 min readঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার চাঁদপুর ইউনিয়নের আমতলা বাজার থেকে ৩৫ পিস ইয়াবা সহ রিংকু মিয়া (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত ব্যক্তি ঝিনাইদহ সদর উপজেলার চর খাজুরিয়া গ্রামের রুহুল আমীনের ছেলে।
হরিণাকু-ু থানার ওসি (তদন্ত) আসাদউজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ ঝিনাইদহের একটি টিম রবিবার দুপুরে উপজেলার আমতলা বাজার এলাকা থেকে ৩৫ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী রিংকু কে গ্রেফতার করে। এ ব্যাপারে হরিনাকু-ু থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।