হরিনাকুন্ড ঔষধ বিষয়ক সেমিনার
1 min readঝিনাইদহে ঔষধ সংক্রান্ত নীতি, আইন এবং বিধি বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলার হরিনাকুন্ডু উপজেলা জেলা পরিষদ অডিটোরিয়ামে শনিবার দুপুরে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কেমিস্টিস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতি হরিণাকুন্ডু শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। সেমিনার ঔষধ কোম্পানীর প্রতিনিধি, ব্যাবসায়ী সহ ঔষধ সংক্রান্ত বিভিন্ন মাঠ পর্যায়ের উপস্থিত ছিলেন।
ফার্মাসিটিক্যাল্ কেমিস্ট্রি বিভাগ ঢাকা বিশ^ বিদ্যালয়ের অধ্যাপক ড.এম.এ মজিদ এর সভাপতিত্বে আলোচনায় হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যান এম.এ মজিদ, হরিণাকুন্ডু পৌরসভার মেয়র শাহিনুর রহমান রিন্টু, বি.সি.ডি.এস ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মোবাশশির হাসান মিন্টু, জেলা বি.সিডি.এস এর সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, ঔষধ তত্ত্বাবধায়ক তাবাস্সুম ওয়াহিদ, হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিরা পারভীন প্রমুখ অংশ নেন।
সেমিনারে জীবন রক্ষাকারী ঔষধ বিক্রয়ের সময় ভাল মানের ঔষধ বিক্রয়ের জন্য বক্তারা আহব্বান জানান। এছাড়া ঔষধ সংক্রান্ত নীতি, আইন এবং বিধি মেনে চলার জন্য বলেন বক্তারা।