হাটগোপালপুর সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু
1 min readঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর এলাকায় সাপের কামড়ে নাজমা খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঝিনাইদহ সদর হাসাপাতালে তার মৃত্যু হয়। মৃত নাজমা ওই এলাকার রেজাউল ইসলামের মেয়ে ও হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে নিজের বিছানায় ঘুমিয়ে ছিল নাজমা। সে সময় একটি বিষধর সাপ তাকে ছোবল দেয়। এতে তার শরীরে প্রচ- যন্ত্রণা শুরু হলে বাড়ির লোকজন তাকে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০ দিকে সে মারা যায়।
খালিদ হাসান।