Fri. Dec 20th, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

হালকা বৃষ্টি হলেয় হাটু পানি! দেখার কেউ নেই!ঝিনাইদহ পৌর মেয়র মহাদয়ের দৃষ্টি আকর্ষন।

1 min read

এটা কোনো গ্রামের দৃশ্য নয় ,এটা ঝিনাইদহের প্রাণকেন্দ্রে অবস্থিত ব্যাপারীপাড়া ৫নং ওয়ার্ড,সাবেক আবুল হোসেন সড়ক, বর্তমান ছবেদ আলী সড়ক,নতুন মসজিদ পাড়া,ঝিনাইহের নিত্য দৃশ্য। অত্র মসজিদ সংলগ্ন এলাকায় কয়েক শতর অধিক পরিবার বসবাস করে। কিন্তু এখানে কোন ড্রেন এবং পাকা রাস্তা নাই। এর ফলশ্রুতিতে এলাকার বসতবাড়ীর নিত্য ব্যবহার্য পানি নিষ্কাশন করানো সম্ভব হচ্ছে না। বিশেষ করে বর্ষার সময় এলাকার রাস্তাঘাট চলাচলের অনুপযোগী থাকায় এলাকাবাসীর মসজিদে ও কর্মক্ষেত্রে যাতায়াতের সময় চরম দুর্ভোগের সম্মুখীন পোহাতে হয়। এলাকাবাসীর দাবী দীর্ঘদিন যাবৎ এরুপ জলাবদ্ধ ও কর্দমাক্ত অবস্থায় বসবাস করছে। দীর্ঘদিন যাবৎ ৫নং ওয়ার্ড কমিশনারের শরণাপন্ন হওয়া সত্ত্বেও এর কোনো সমাধান পাওয়া যায়নি বলেও জানান এলাকার একজন ব্যাক্তি। এমতাবস্থায় এলাকাবাসীর আস্থার শেষ ঠিকানা ঝিনাইদহের গণমানুষের নেতা,ঝিনাইদহের অহংকার,জননেত্রী শেখহাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড,ঝিনাইদহ পৌরসভার রূপকার “মেয়র জনাব সাইদুল করিম মিন্টু” এর কাছে এলাকাবাসীর বিশেষ অনুরোধ।
এলাকাবাসী দাবী, এই দুর্ভোগ সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে।

টুুটুল হুসাইন / নাহিদ হাসান বিজয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *