১০ দিনেই ভেঙে পড়ল সরকারি হাসপাতালের ফটক
1 min readঝিনাইদহ নিউজ ডেস্ক: শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৫ লাখ টাকার সংস্কার কাজের অংশ হিসেবে মূল ফটক নির্মাণের ১০ দিনের মাথায় তা ভেঙে পড়েছে। স্থানীয়দের দাবী, নিন্মমানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করায় শুক্রবার জুমার নামাজের সময় ফটকের বর্ধিত ৭ ফুটের অংশটুকু ভেঙে যায়।
নকলা শহরের আব্দুস সামাদ ও ফকির মিয়া বলেন, সিমেন্টের পরিবর্তে বালু ও নিম্নমানের রড ব্যবহার করায় এ ঘটনা ঘটেছে। তবে ঠিকাদার আব্দুল ওয়াদুদ বলেন, রাজমিশ্রিরা তার চোখ ফাঁকি দিয়ে নিন্মমানের পণ্য দিয়ে ঢালাই করায় এমনটা হয়েছে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য আপতত কাজ স্থগিত রাখার নির্দেশ দেন। শেরপুর সিভিল সার্জন ডা. রেজাউল করিম বলেন, আমি বিষয়টি শুনেছি। সংশ্লিষ্টদের সঙ্গে কথা না বলে এ সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব নয়। তবে বিষয়টি তিনি গুরুত্ব সহকারে দেখবেন বলে মুঠোফোনে সাংবাদিকদের জানান।