১০ বছরেও মেরামতের উদ্দ্যেগ নেয়নি সাপখোলার ভেঙ্গে পড়া ব্রীজটির
1 min readদীর্ঘ ১০ টি বছর পেরিয়ে গেলেও আজও মেরামতের উদ্দোগ নেয়নি সংশ্লীষ্ট কতৃপক্ষ। ঘটানাটি ঘটেছে শৈলকূপা থানার সাপখোলা গ্রামে।এদিকে সেতুটি ভেঙে পড়ায় সাপখোলা,আশুর হাট, পীড়াগাতী,ও শেখরা গ্রামের সাথে ঝিনাইদহ সদর থানার যোগাযোগ বিছিন্ন হয়ে গেছে।যার ফলে উক্ত এলাকা বাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে ব্রিজটি ১৯৮৮ সালের প্রথম দিকে তৈরী করা হয়।কিন্তু ২০০৬ সালের মাঝামঝি এসে ভেঙে পড়ে।স্থানীয়রা ব্যাক্তি উদ্দোগে চলচলের উপযোগী করে তোলে কিন্তু ২০১০ সালে ব্রিজের এক পাশে ভেঙে পড়ে। এলাবাসী এবার মাটি দিয়ে ভারাট করে চলাচলের উপযোগী করলেও ব্রিজটি বিপদজনক হয়ে পড়ে। এবং প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেছে।
গ্রীষ্মকালে ঠিকমত চলাচল করলেও বর্ষা কালে চলাচল করা যায় না ফলে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়। সদর থানায় যাতায়াতের এটিই একমাত্র ব্রিজ