১৯ দফা দাবিতে মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ, মানববন্ধন
1 min readঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ চিনিকলে জাতীয় মজুরী স্কেল ঘোষণা সহ ১৯ দফা দাবি বাস্তবায়নে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মোবারকগঞ্জ সুগারমিল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের আয়োজনে এ কর্মসুচি পালিত হয়।
আজ সকাল ৯ টার দিকে চিনিকলের কারখানা গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চিনিকলের বিভিন্ন এলাকা ঘুরে প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। পরে সেখানে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত হয় মানববন্ধন। এসময় সংগঠনের সাধারন সম্পাদক আতিয়ার রহমান সহ অন্যান্য নেতাকর্মী ও শ্রমিক কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা জাতীয় মজুরী স্কেল ২০১৫ ঘোষণা সহ ১৯ দফা দাবি বাস্তবায়নে সরকারের নিকট জোর দাবি জানান।