সবার আগে সর্বশেষ
সবার আগে সর্বশেষ
পুরোপুরি নিজেদের সব ডেটা সেন্টার আর কার্যালয় নবায়নযোগ্য শক্তি দিয়ে চালানোর লক্ষ্য অর্জন করা সম্ভব হবে বলে নিশ্চিত করেছে মার্কিন ওয়েব জায়ান্ট গুগল।
এখনও গুগলে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হলেও, প্রতিষ্ঠানটি তাদের ডেটা সেন্টার আর কার্যালয়গুলোর জন্য নবায়নযোগ্য শক্তি থেকে উৎপন্ন বিদ্যুৎ যথেষ্ঠ পরিমাণে কেনে বলে জানিয়েছে বিবিসি। প্রতিষ্ঠানটির ১৩টি ডেটা সেন্টারের জন্যই কেনা হয় প্রায় ৫.৭ টেরাওয়াট-আওয়ার বিদ্যুৎ।
প্রতিষ্ঠানটির কারিগরি অবকাঠামোবিষয়ক জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট আর্স হজল বলেন, “শেষ ছয় বছর ধরে, বায়ু আর সৌরশক্তির দাম যথাক্রমে ৬০ ও ৮০ শতাংশ কমে গেছে। এটি প্রমাণ করে যে নবায়নযোগ্য শক্তিগুলো সবচেয়ে কম খরচের অপশনে পরিণত হচ্ছে।”
“প্রতিদিন ২৪ ঘণ্টাই বায়ু প্রবাহ থাকে না, এ কারণে আমরা আমাদের ক্রয়ের সীমা প্রতিদিন প্রতি মূহুর্তে নবায়নযোগ্য শক্তি পাওয়া যাবে এমন বিভিন্ন ধরনের উৎসে বিস্তৃত করছি।”
গুগলের এমন পদক্ষেপের প্রশংসা করেছে আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা ফ্রেন্ডস অফ দ্য আর্থ (এফওই)। সংস্থাটির একজন প্রচারণাকর্মী আলাসডায়ের ক্যামেরন বলেন, “গুগল সঠিক সমাধান নিয়ে এসেছে: নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ ব্যবসায়ের জন্য ভালো আর পৃথিবীর জন্যও ভালো।” ধীরে ধীরে প্রতিষ্ঠান, শহর আর পুরো দেশগুলোই পুরোপুরি নবায়নযোগ্য শক্তিনির্ভর হয়ে পড়বে বলেই বিশ্বাস তার। মার্কিন সরকারও যাতে গুগলের এই পদক্ষেপ অনুসরণ করে আর নবায়নযোগ্য শক্তির উৎসা খাতে বিনিয়োগ অব্যাহত রাখে, সেই আহ্বানও জানিয়েছেন তিনি।
২০১০ সালে জার্মানির একটি পরিবেশবাদী সংস্থা জানায়, ২০৫০ সালের মধ্যে সম্পূর্ণ দেশটি নবায়নযোগ্য শক্তি দিয়ে চলবে।