২ সন্তান নিয়ে বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছে অসহায় রিনা খাতুন
1 min read
মহেশপুরে যৌতুকলোভী স্বামীর নির্যাতনে অতিষ্ট হয়ে ২টি সন্তান নিয়ে বিচারের আশায় সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরছে রিনা খাতুন নামে এক অসহায় মহিলা।
এলাকাবাসী ও থানা সূত্রে প্রকাশ, উপজেলার নাটিমা ইউনিয়নের জাগুসা গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে রিনা খাতুন(৩০) এর সাথে একই উপজেলার এসবিকে ইউনিয়নের খোদ্দ- খালিশপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে আতাউর রহমান(৩৫) এর বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকলোভী আতাউর রহমান তার স্ত্রী রিনা খাতুনকে যৌতুকের দাবীতে তার উপর প্রায় সময় নির্যাতন করে আসছিল।
এ ব্যাপারে রিনা খাতুন জানায়, গত ১৬ বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর আমরা স্বামী-স্ত্রী রুপে বসবাস করাকালে আমার ২টি ছেলে সন্তান হয়। আমার বড় ছেলের বয়স ১২বছর এবং ছোট ছেলের বয়স ৪ বছর। আমার বিয়ের সময় আমার বাবা আমার স্বামীর বাড়িতে তাদের দাবী মতে সোনার গহনা ও ঘরের আসবাবপত্র সহ সর্বমোট ১লক্ষ টাকার জিনিস প্রদান করে। কিন্তু কিছু দিন ঘর সংসার করার পর আমার স্বামী যৌতুকের দাবীতে আমাকে শারীরিক ও মানুষিকভাবে নির্যাতন করতে থাকে। আমার বাবা আমার সুখের কথা চিন্তা করে আমার স্বামীর হাতে গাভী বিক্রয় করে নগদ ১লক্ষ টাকা প্রদান করে। পরবর্তীতে কিছুদিন ভাল থাকার পর পুনরায় যৌতুকের দাবীতে আমার উপর নির্যাতন অব্যাহত রাখে। আমি আমার ছেলেদের কথা চিন্তা করে অনেক কষ্টে তাদের নির্যাতন সহ্য করে ঘর সংসার করতে থাকি।
তিনি আরও জানান, গত ০৫/০৯/১৬ইং তারিখে সকাল ১০টার সময় আমার স্বামী ১লক্ষ টাকা আমার বাবার নিকট হতে এনে দিতে বলে। আমি টাকা দিতে অস্বীকার করলে আমার স্বামী আমাকে এলোপাতাড়িভাবে