Mon. Dec 23rd, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

৩০ পরিবারের মানবেতর জীবণযাপন, কারন দুইটি অটো-রাইচ মিল

1 min read
৩০ পরিবারের মানবেতর জীবণযাপন, কারন দুইটি অটো-রাইচ মিল

৩০ পরিবারের মানবেতর জীবণযাপন, কারন দুইটি অটো-রাইচ মিল

৩০ পরিবারের মানবেতর জীবণযাপন, কারন দুইটি  অটো-রাইচ মিল
৩০ পরিবারের মানবেতর জীবণযাপন, কারন দুইটি অটো-রাইচ মিল

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেজপাড়ার ৩০টি পরিবার চরম মানবেতর জীবণযাপন করছে। গত প্রায় ১৫দিন যাবৎ পানিবন্দী হয়ে পড়েছে তারা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কালীগঞ্জ মোবারকগঞ্জ সুগার মিল (মোচিক) সমবায় ফিলিং স্টেশনের সামনে অপরিকল্পিত ভাবে গড়ে উঠেছে দুইটি অটো-রাইচ মিল। যেখানে রাখা হয়নি কোন পয়ঃনিস্কাশনের ব্যবস্থা। এর কারনে পাশবর্তী খালটি ভরে যায়। পরবর্তীতে গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিপাতের কারণে গ্রামে থাকা দুইটি পুকুর বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে। আর এ কারনেই জলাবদ্ধতায় পড়েছেন ওই এলাকার ৩০ পরিবার।

ওই গ্রামের রুশিয়া, রুপভান, জাহানারা, ফুলমতিসহ একাধিক গৃহবধু জানান, এই অটো মিল দুটি চালু হবার পর থেকে একটু বৃষ্টি হলেই তাদের বাড়ি ঘরে পানি উঠে যায়। তারা হাঁস-মুরগি,গরু-ছাগল রান্না-বান্না কিছুই করতে পারছে না। সবমিলিয়ে তারা চরশ মানবেতর জীবন যাপন করছে। এদিকে হত দরিদ্র মানুষের মাটির ঘর গুলি ভেঙ্গে যাবার ঝুকি রয়েছে।

অপরদিকে রেজাইল করিম নামের এক কৃষক জানান, এ ঘটনায় তারা উপজেলা নির্বাহী অফিসারের নিকটে এক লিখিত অভিযোগ দিয়েছেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্ল্যা জানান, আমার কাছে বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকটি লিখিত অভিযোগ এসেছে। তিনি বিষয় গুলির খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *