৫০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দুই উইকেট হারিয়ে ৩৭২ রান
1 min readজিম্বাবুয়ের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দুই উইকেট হারিয়ে ৩৭২ রান। ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলে ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ডোয়াইন স্মিথ আউট হলে গেইল আর স্যামুয়েলস ৩৭২ রানের পার্টনারশিপ গড়ে দলকে অনণ্য এক উচ্চতায় তুলে দেন।
ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ক্যারিবীয় ব্যাটিং তারকা ক্রিস গেইল তার ওয়ানডে ক্যারিয়ারে সর্বোচ্চ ২১৫ রান করেন। বিশ্বকাপের নতুন ইতিহাস তৈরি করে গেইল ১৪৭ বলে ১০টি চার আর ১৬টি ছয় হাঁকিয়ে তার ইনিংসটি সাজান। এর আগে ৭৯ রান করে নয় হাজারি ক্লাবে নাম লেখান এ বাঁহাতি ড্যাশিং ওপেনার। এগারোতম বিশ্বকাপে নিজের প্রথম শতক হাঁকাতে গেইল ১০৫ বল খেলেন।
আর মারলন স্যামুয়েলস ওয়ানডে ক্যারিয়ারে অষ্টম শতক হাঁকিয়ে ১৫৬ বলে ১৩৩ রান করেন। ডানহাতি এ ব্যাটসম্যান তার ইনিংসটি সাজান ১১টি চার আর তিনটি ছয়ের সাহায্যে।
এর আগে ক্যারিবীয়দের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে আসেন বাঁহাতি হার্ডহিটার ক্রিস গেইল ও ডোয়াইন স্মিথ। প্রথম ওভারের দ্বিতীয় বলেই তিনাশে পানিয়াঙ্গারার বলে বোল্ড হয়ে শুন্য হাতে সাজঘরে ফেরেন ডোয়াইন স্মিথ।
পাওয়ার প্লে (প্রথম দশ ওভার) শেষে ক্যারিবীয়দের সংগ্রহ দাঁড়ায় এক উইকেটে ৪৩ রান। ২০ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় এক উইকেটে ৯২ রান। ৩০ ওভার শেষে তাদের রান গিয়ে দাঁড়ায় ১৪৯ আর ৪০ ওভার শেষে এক উইকেটে ২২০।
বিশ্বকাপের ১৫তম ম্যাচে পুল ‘বি’ এর খেলায় ক্যানবেরার মানুকা ওভালে মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে। টস জিতে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন।
এর আগে আয়ারল্যান্ডের কাছে বিধ্বস্ত হয়ে টুর্নামেন্ট শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু পরের ম্যাচেই পাকিস্তানকে উড়িয়ে দিয়ে ক্যালিপসোর ছন্দে ফেরে ক্যারিবীয়রা। অন্যদিকে জিম্বাবুয়ে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করে হারার পর সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নেয়।
গত একদশকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র দুটি জয় পেয়েছে জিম্বাবুয়ে। বিশ্বকাপের আসরে জিম্বাবুয়ে ক্যারিবীয়দের বিপক্ষে পাঁচবার মাঠে নেমে একবারও জয়ের দেখা পায়নি।