Fri. Oct 18th, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

৫৮ বিজিবি এর চোরাচালান বিরোধী অভিযান ভা‌‍‌‌রতীয় মদ ও গরু আটক

1 min read
৫৮ বিজিবি এর চোরাচালান বিরোধী অভিযানে আটক ভা‌‍‌‌রতীয় মদ

৫৮ বিজিবি এর চোরাচালান বিরোধী অভিযানে আটক ভা‌‍‌‌রতীয় মদ

৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ঝিনাইদহ এর অভিজানে ঝিনাইদহ মহেশপুর উপজেলার হালদাপাড়া, সোনাগারী ও নেপা মাঠ থেকে প্রায় ১০ লক্ষ ১২ হাজার টাকা সমমানের মোট ১৬টি ভারতীয় ষাঁড় গরু ও ৮ বোতল ভারতীয় মদ ধরা পড়েছে। ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ তাজুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঝিনাইদহ নিউজ কে এর সত্যতা নিশ্চিত করেছেন।

৫৮ বিজিবি এর চোরাচালান বিরোধী অভিযানে আটক ভা‌‍‌‌রতীয় গরু
৫৮ বিজিবি এর চোরাচালান বিরোধী অভিযানে আটক ভা‌‍‌‌রতীয় গরু

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ০৩ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর শ্রীনাথপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাঈদ সরদার এর নেতৃত্বে একটি দল ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার হালদাপাড়া গ্রামের মধ্য হতে ভা‌‍‌‌রতীয় ১০টি ষাড় গরু আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় গরুগুলোর আনুমানিক মূল্য ৪ লক্ষ ৬০ হাজার টাকা।

৫৮ বিজিবি এর চোরাচালান বিরোধী অভিযানে আটক ভা‌‍‌‌রতীয় মদ
৫৮ বিজিবি এর চোরাচালান বিরোধী অভিযানে আটক ভা‌‍‌‌রতীয় মদ

১২ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর কুসুমপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আবু খোরশেদ এর নেতৃত্বে অপর আরেকটি অভিযানে পৃথক একটি দল ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সোনাগারী গ্রামের মধ্য হতে ০৮ বোতল ভা‌‍‌‌রতীয় মদ আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য ১২ হাজার টাকা।

৫৮ বিজিবি এর চোরাচালান বিরোধী অভিযানে আটক ভা‌‍‌‌রতীয় গরু
৫৮ বিজিবি এর চোরাচালান বিরোধী অভিযানে আটক ভা‌‍‌‌রতীয় গরু

এছাড়াও সকাল ০৫ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর বাঘাডাঙ্গা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আফসার আলী এর নেতৃত্বে আরেকটি দল ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নেপা মাঠের মধ্য হতে ভা‌‍‌‌রতীয় ০৬টি ষাড় গরু আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় গরুগুলোর আনুমানিক মূল্য ৫লক্ষ ৪০হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *