ঝিনাইদহে ইসলামিক ফাউন্ডেশনের বই প্রদান ও ইমাম-মুয়াজ্জিনকল্যাণ ট্রাষ্ট্রের ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত
1 min readঝিনাইদহে ইসলামিক ফাউন্ডেশনের নিজস্ব মিলনায়তনে আজ সোমবার চলতি অর্থ বছরের মসজিদ পাঠাগারে বই প্রদান ও জেলা পর্যায়ের ইমাম- মুয়াজ্জিন কল্যাণ ট্রাষ্ট্রের ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সুলতান আহামদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক শামীম হোসেন, সমাজ সেবক আলহাজ্ব মনোয়ার হোসেন, সাংবাদিক এ্যাড. শেখ সেলিম, ট্রাফিক ইনেসপেক্টর সালাউদ্দিন আহামেদ। জেলা পর্যায়ের ইমাম- মুয়াজ্জিন কল্যাণ ট্রাষ্ট্রের ওরিয়েন্টেশন কোর্সে ৫০ জন ইমাম ও মুয়াজ্জিন অংশ গ্রহণ করেন। ইসলামিক ফাউন্ডেশন দেয়া দেড় লক্ষাধীক টাকা মূল্যের বই ও আলমারী প্রদান করেছে মহেশপুর, শৈলকুপা ও সদর উপজেলার ছয়টি মসজিদ পাঠাগারে।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম মহেশপুর শেখ মতিউল্লাহ নগর জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি এ্যাড. শেখ সেলিমের হাতে ইসলামিক ফাউন্ডেশনে বই প্রদান করেন।