Mon. Dec 23rd, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

বিআরডিবি কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

1 min read
বিআরডিবি কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বিআরডিবি কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বিআরডিবি কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
বিআরডিবি কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

ঝিনাইদহের কালীগঞ্জে ইরেসপো (দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প) প্রকল্পের ৬৭ হাজার ৫৭৯ টাকা আত্মসাত করার অভিযোগ উঠেছে বিআরডিবি এর সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তার (ইরেসপো) বিরুদ্ধে।

গত ২৯/০৭/২০১৬ ইং তারিখে স্বাক্ষর জাল করে টাকা তুলে তা আত্মসাত করেছে বলে সমিতির সদস্যরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১২ সালে ইরেসপো নামের একটি প্রকল্প চালু করে কালীগঞ্জ বিআরডিবি অফিস। ওই প্রকল্পের অধীনে ১৩ জন সদস্য নিয়ে উপজেলার বেজপাড়া পশ্চিমপাড়া মহিলা সমিতি গঠন করা হয়। সেই সময় থেকে সমিতির সদস্যরা সঞ্চয় জমা দিয়ে আসছেন। কিন্তু ঋণ দেয়ার বিষয়ে গড়িমসি করেন বিআরডিবি অফিস।

এসব ঘটনার মধ্যে বিআরডিবি সহকারী পল­্লী উন্নয়ন কর্মকর্তা (ইরেসপো) আসমা খাতুন অন্যান্য কর্মকর্তাদের যোগসাজসে সমিতির ১৩ সদস্যের স্বাক্ষর জাল করে ৬৭,৫৭৯ টাকা উত্তোলন করে তা আত্মসাত করেছেন।

যাদের স্বাক্ষর জাল করে টাকা উত্তোলন করা হয়েছে তারা হলেন-আমেনা, কণা, ফাতেমা, সাথী, মনোয়ারা, আকলিমা, আনোয়ারা, রাশেদা, আরিফা, নারগিস,রিজিয়া,মঞ্জুরা ও পলি।

এ বিষয়ে কালীগঞ্জ বিআরডিবি এর সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইরেসপো) আসমা খাতু স্বাক্ষর জালিয়াতি করে টাকা উত্তোলন করার কথা অস্বীকার করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাহানাজ পারভীন জানান, বিষয়টি তিনি দেখবেন এবং তদন্ত কমিটি গঠন করে তাদের প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *