ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তাসহ ৫ জন আটক
1 min readঝিনাইদহে নাশকতার গোপন বৈঠক করার সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিভাগের উপ-পরিচালক আ.ন.ম সাইদুর রহমানসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। গেল রাতে ঝিনাইদহ শহরের ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা শহরে নাশকতামুলক কর্মকান্ড করার জন্য পরিকল্পনা করছিল এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও সেখান থেকে আটক করা হয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিভাগের উপ-পরিচালক সাইদুর রহমান, ওই হাসপাতালের পরিচালক শাহাদত হোসেন, ৩ কর্মচারীকে।
এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছিল।