মহেশপুরে বাল্য বিয়ে দেওয়ায় বর-শ্বশুরকে জেল-জরিমানা
1 min readঝিনাইদহের মহেশপুরে বাল্য বিবাহ দেবার অপরাধে বর ও শ্বশুরকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমাবর দুপুরে মহেশপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বর সরিফুলকে ৭ দিন ও শ্বশুর আজিম উদ্দিনকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করে।
মহেশপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) চৌধুরী রওশন ইসলাম জানান, উপজেলার নেপা ইউনিয়নের কুল্লাহ গ্রামের আজিম উদ্দিনের মেয়ে মিরা খাতুনের (১৪) সাথে যশোরের চৌগাছার হাকিমপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে শরিফুল ইসলামের সাথে বিয়ে হয়।
এ ঘটনায় রাতে বর শরিফুৃল ও তার শ্বশুর আজিম উদ্দিনকে আটক করে আনা হয়। পরে দুপুরে মোবাইল কোর্ট বসিয়ে বর শরিফুলকে ৭ দিন ও মেয়ের বাবা আজিমকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
তারেক মাহমুদ।