৩ জামায়াত কর্মীসহ গ্রেফতার ৪১
1 min readঝিনাইদহে নাশকতার অভিযোগে জামায়াতের ৩ কর্মীসহ বিভিন্ন মামলার ৪১ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার ৬ উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, নাশকতা প্রতিরোধে ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঝিনাইদহে ধারাবহিক অভিযান চলছে। এর অংশ হিসাবে রাতে পুলিশ জেলার ৬উপজেলায় অভিযান চালায়। এ অভিযানে কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা থেকে জামায়াতের ৩ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।
তিনি আরো জানান, অন্যান্য মামলায় জেলার বিভিন্ন স্থান থেকে আরো ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা রয়েছে। দুপুরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
খালিদ হাসান।