রামধুর আকাশ
1 min readরামধুর আকাশ
ভালো যদি নাই বাসো…
অন্তত একটা বার কাছে আসতে দাও।
একটা বার মাত্র, চার বার, আট বার তো নয়।
একটা বার তোমায় জড়িয়ে বাঁচবো–
আমার হৃদয়ের কয়েকটা কোষ, তোমার জন্য উপোষ করে, সর্বস্ব নিংড়িয়ে প্রেম দেবে।
রক্ত কণিকা গুলো, তোমার পথে প্রেমের স্বাগত আল্পনা আকবে..
আমার কটা আঙুল, তোমার কপাল ছোঁবে বলে.. তালিম নিয়েছে ভীষন আদরে।
আমার ঠোঁট, তোমাকে উচ্ছ্বাস দেওয়ার শপথ করেছে।
-তোমার নির্লোমশ বুকটা, সেদিন আমার প্রেমের উপত্যকা সেজেছিল নিখুঁত সাজে–
সতেজ সবুজ,খানিক চড়াই উতরাই সে উপত্যকা ইচ্ছেমত চড়ুইভাতি করেছি।
আগুনের অভাবও ছিল না।
আজ যেন আরো নেই,
আজ শুধু দীর্ঘ প্রতীক্ষার আগুন–
যা এমনি এমনি-ই দাউ দাউ করে জ্বলেছে
আমার হৃদয়, তোমারই আসন পেতে রেখেছে।
স্বপ্ন রঙে আঁকা, কল্পনার উলে বুনা, নরম নরম আসন।
গা ছুঁয়ে বলছি– তোমায় আঁচড় লাগতে দেবো না।
হে প্রেমিক, আমার হৃদয়– আঁচড় কখনো কাটে না।
তোমার প্রেমেই বানানো আমার হৃদয়– শুধু তোমার জন্য।
আমার হৃদয়– আঁচড় কখনো কাটে না।
কাগজের কবিতায়, তুষ্ট তুমি হওনা জানি-তা ভাবিওনা..
তাই আমায়, হৃদয়ের কবিতা আঁকতে দাও।
একটা বার মাত্র,চার বার,আট বার তো নয়।
তোমার বুকে, এঁকে এঁকে দেখিয়ে দেবো–
কটা রামধনু আমার স্বপ্নে, কটা আকাশ আমার বুকে।
তা বলে, বেশরম আমায় ভেবো না।
একটা বার তো শুধু,সে সুখ তো,, সুখদেবতার নয়…
সুখ নিঃস্তব্ধতার-ও।
কলরবে যদি, আমার আহ্বান শুনলে না
তবে এসো, তুমি বিষাদ লয়ে,, ক্রোধ ভরে–
নিঃস্তব্ধতার আলিঙ্গনে, আমার বাহুডোরে।
তোমার বুকে, এঁকে এঁকে দেখিয়ে দেবো–
কটা রামধনু আমার স্বপ্নে, কটা আকাশ আমার বুকে।
শুধুই তোমার জন্যই রেখেছি অতি যতনে…
লিখেছেন- নওরীন তাবাচ্ছুম