মৃত্যুর কাছে হার মানলেন সাংবাদিক হোসাইন জাকির
1 min readদীর্ঘদিন ক্যান্সারে ভোগার পর অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন সাংবাদিক হোসাইন জাকির। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার বিকেলে রাজধানীর মিরপুর ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালে চকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা তথ্যটি নিশ্চিত করেছেন।
মৃত্যুকালে হোসাইন জাকির- স্ত্রী ফরিদা ইয়াসমিন, মেয়ে নিলয় (১৪), ছেলে আকাশ (১১) ও দেড় বছরের স্বপ্ন নামে এক শিশুসন্তানকে রেখে গেলেন।
হোসাইন জাকির সর্বশেষ আলোকিত বাংলাদেশ–এর প্রধান প্রতিবেদক ছিলেন।
এর আগে তিনি যুগান্তর, আজকের কাগজ ও মানবজমিনসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন।