ঝিনাইদহের জেলা প্রশাসক মেধাবী ছাত্রী রাবেয়াকে ঢাবিতে ভর্তির সুযোগ করে দিলেন
1 min read
কালীগঞ্জ উপজেলার মেধাবী ছাত্রী রাবেয়া সুলতানার অর্থের অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত মর্মে একটি সংবাদ পরিবেশন করা হয়।
সংবাদটি বিভাগীয় কমিশনার, খুলনা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ হয় এবং তিনি ঝিনাইদহ জেলা প্রশাসককে ব্যবস্থা গ্রহণে নির্দেশনা দেন। বিভাগীয় কমিশনার, খুলনা মহোদয়ের নির্দেশনায় জেলা প্রশাসক কর্তৃক রাবেয়া সুলতানার সাক্ষাৎকার গ্রহণ করা হয় এবং ভর্তি সমস্যার সমাধানে রবিবার আর্থিক অনুদানসহ সার্বিক সহযোগিতা প্রদান করা হয়।
পাশাপাশি সমাজের বিত্তবানদের এ ধরণের কর্মকান্ডে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। ঝিনাইদহ জেলা প্রশাসকের তাৎক্ষনিক মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জেলাবাসী।