ঝিনাইদহে দেওয়াল চাপা পড়ে শ্রমিক নিহত আহত ১
1 min readঝিনাইদহ শহরের আরাপপুরে নির্মাণাধীন দেওয়াল চাপা পড়ে সাহেব আলী (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এতে সোহাগ নামে আরও এক শ্রমিক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (০৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাহেব আলী ঝিনাইদহ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের বাসিন্দা। আহত সোহাগ (২২) শৈলকুপা উপজেলার আশাননগর গ্রামের শের আলীর ছেলে।
ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক শারমিন সুলতানা এ বিষয়টি নিশ্চিত করেছেন।